মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি:
পপুলার লাইফের কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি পপুলার লাইফ এবং অরুরা স্পেশালাইজড হসপিটালের মধ্যে স্বাস্থ্য সেবা চুক্তি স্বাক্ষরিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী এবং অরোরা স্পেশালাইজড হসপিটালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চেয়ারম্যান ড. শেখ হাসিবুল মজিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
বি এম শওকত আলী, সাবেক সচিব ও কোম্পানীর চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির এবং অরোরা স্পেশালাইজড হসপিটালের ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ সামছুল আলম ও পরিচালক ডাঃ এন সাজ্জাদ প্রমূখ।