বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীর মাতব্বর ঘাটে পল্টন ধসে আহত ১০ তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা চট্টগ্রাম পুড়ছে তীব্র গরমে, লোডশেডিংয়ে নির্ঘুম রাত কিশোর গ্যাংয়ের হাতে শ্রমিক খুন, প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার তানোরসহ বরেন্দ্র অঞ্চলে অবৈধভাবে ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলহানি ও জনজীবন অতিষ্ঠ সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ৬,০০,০০০/-টাকা ও একটি Iphone উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে লাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর সাথে কাজ করতে প্রস্তুত : শি মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ ২১ দিনে, রায় ১৭ মে দেশপ্রধান হয়ে প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রেমের ফাঁদে ফেলে রনজিৎ দত্তকে হত্যা, প্রধান দুই আসামি গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরসহ বিভিন্ন উপজেলায় ভুমিদস্যুদের তৎপরতায় আতঙ্কে ভুমিহীন পল্লীর বাসিন্দারা

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল মৌজায় খাস সম্পত্তিতে গড়ে ওঠা ভ‚মিহীন পল্লীর দখল নিতে আবারও তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে ভুমিদস্যুদের বিরুদ্ধে।

ভুমিদস্যুদের এ তৎপরতায় ওই পল্লীর বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পল্লীটির দখল নিতে ২০০৭ সালে প্রকাশ্য দিবা লোকে ভাড়াটিয়া বাহিনী দিয়ে নারকীয় তান্ডব চালায় ভুমিদস্যুরা।

লুটপাট অগ্নি সংযোগসহ গুড়িয়ে দেওয়া হয় ভুমিহীনদের বসতঘর। বাধা দিতে গিয়ে আহত পল্লীর অনেক নারী-পুরুষ। ২০০৯ সালে রাতের অন্ধকারে হত্যাকাÐের শিকার হন পল্লীর এক বাসিন্দা। ঘটনাটি ভিন্নখাতে নিয়ে পল্লীর বাসিন্দাদের গণহারে গ্রেপ্তার করে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাকইল ভুমিহীন পল্লীর বাসিন্দা নীলচাঁন সরদার।

এসময় ওই পল্লীর বাসিন্দা মোফাজ্জল হোসেন, বিশ্বনাথ  হেমব্রম ও ফারাঞ্চি মরমু উপস্থিত ছিলেন। ভুমিহীন পল্লীর বাসিন্দা নীলচাঁন সরদার বলেন, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল মৌজায় প্রায় ৪০ একর এক নম্বর খতিয়ানভ‚ক্ত সম্পত্তি ছিল।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ভুমিহীন পরিবার ওই সম্পত্তিতে থাকা ঝোপ-ঝাড় পরিষ্কার করে বসতি গড়ে তোলেন। এরপর খাস পুকুরে মাছ ও জমিতে ফসল চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন অন্তত ১০০ ভ‚মিহীন পরিবার।

এ অবস্থায় ওই সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পড়ে জীবনপুর গ্রামের নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, আজাহার আলীসহ কয়েক ভুমিদস্যুর। ২০০৭ সালে ২০মে দিবালোকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই ভুমিহীন পল্লীতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

ভুমিহীন নীলচাঁন সরদার আরও বলেন, এর পর ২০০৯ সালের ১৫ মে রাতের অন্ধকারে হত্যাকাণ্ডের শিকার হন ভুমিহীন পল্লীর বাসিন্দা রতন হাজরা। এ হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশের সঙ্গে যোগসাজস করে ভুমিহীন পল্লীর বাসিন্দাদের বিরুদ্ধে মামলা করিয়ে নেয় ভুমিদস্যুরা।

মামলার পর গণগ্রেপ্তার শুরু করে পুলিশ। গ্রেপ্তার এড়াতে ওই সময় পল্লীটি পুরুষশুন্য হয়ে পড়ে। এ সুযোগে ভুমিদস্যুরা আবারও ওই পল্লী উচ্ছেদের চেষ্টা করে। পল্লীর বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, ওই সম্পত্তি নিয়ে আদালতে একাধিক মামলা চলছে।

মামলা নিষ্পত্তি না হলেও শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও তৎপর হয়ে উঠেছে ভুমিদস্যুরা। তারা জাল দলিলের মাধ্যমে ওই সম্পত্তি বিক্রির পাঁয়তারা করছে। এতে ভ‚মিহীন পল্লীর বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। নাকইল গ্রামের বাসিন্দা বিশ্বনাথ হেমব্রম অভিযোগ করে বলেন, ‘একই মৌজায় আমাদের পৈত্রিক ৭২ বিঘা সম্পত্তি জবরদখল করে নিয়েছেন ওইসব ভুমিদস্যুরা। ভ‚য়া রেকর্ড করে ভোগদখল করছেন তারা।

বিষয়টি নিয়ে আমরা আদালতে মামলা করেছি। এর পর থেকে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে  আসছে।’অভিযোগের বিষয়ে মোবাইলফোনে জানতে চাইলে অভিযুক্ত আজাহার আলী বিষয়টি জানা নেই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com