বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীর মাতব্বর ঘাটে পল্টন ধসে আহত ১০ তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা চট্টগ্রাম পুড়ছে তীব্র গরমে, লোডশেডিংয়ে নির্ঘুম রাত কিশোর গ্যাংয়ের হাতে শ্রমিক খুন, প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার তানোরসহ বরেন্দ্র অঞ্চলে অবৈধভাবে ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলহানি ও জনজীবন অতিষ্ঠ সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ৬,০০,০০০/-টাকা ও একটি Iphone উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে লাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর সাথে কাজ করতে প্রস্তুত : শি মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ ২১ দিনে, রায় ১৭ মে দেশপ্রধান হয়ে প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রেমের ফাঁদে ফেলে রনজিৎ দত্তকে হত্যা, প্রধান দুই আসামি গ্রেফতার

কিশোর গ্যাংয়ের হাতে শ্রমিক খুন, প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক ওয়ার্কশপ শ্রমিক ইয়াসিন খালাসী হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী মো. ইসমাইল বেপারীকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ইসমাইল (১৮) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

পূর্ব শত্রুতার জেরে নৃশংস হত্যাকাণ্ড

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ইয়াসিন খালাসীর সঙ্গে আসামীদের দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ১০ মে রাত আনুমানিক ৯টায় ইসমাইল কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ইয়াসিনকে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অন্যান্য আসামিরা ধারালো রামদা, চাকু, লোহার রড, হাতুড়ি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করে।

একপর্যায়ে নিষেধ করার পর ১নং আসামীর নির্দেশে ২নং এবং গ্রেফতারকৃত ইসমাইল ইয়াসিনের পেটে চাকু দিয়ে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। এরপর অন্যান্য আসামিরা রড, হাতুড়ি, হকিস্টিক দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে আঘাত করে। মৃত্যুর নিশ্চয়তা পেতে ভিকটিমকে এলোপাথারি মারধর শেষে ধানক্ষেতে ফেলে রেখে যায় তারা।

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথে তার মৃত্যু হয়।

দেশজুড়ে প্রতিক্রিয়া, র‌্যাবের অভিযান

এই বর্বর হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নিহতের বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এক পর্যায়ে রাজশাহীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামী ইসমাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com