সোমবার, ১২ মে ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো অফিস :-
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় রহস্যজনকভাবে খুন হওয়া রনজিৎ দত্ত নিলক (৫৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। প্রেমের সম্পর্কের জেরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে পাশের একটি ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার শুরু ১০ মে সকাল ৮টা ৩০ মিনিটে, যখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি ফোন পেয়ে ডবলমুরিং থানার পুলিশ পাহাড়তলী বাজার এলাকার একটি ভবনের ছাদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহটি রনজিৎ দত্ত হিসেবে শনাক্ত করেন এবং নিহতের স্ত্রী শিপ্রা মজুমদার ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ক্লুলেস এ মামলার রহস্য উদঘাটনে পুলিশ প্রযুক্তি এবং সোর্সের সহায়তায় মাত্র ৮ ঘণ্টার মধ্যেই মূল আসামি রুনা আক্তার ওরফে পিংকি ওরফে বিলু (৩৫) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, সহযোগী কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে মিজান (৫০) কে পরদিন ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভিকটিমের সঙ্গে রুনার প্রেমের সম্পর্ক ছিল। ৯ মে বিকেলে রনজিৎ রুনার বাসায় গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে পাশের ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।