রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সৈকতে পর্যটকের ঢল,হোটেল-মোটেলে ঠাঁই নেই চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা ছাত্র আন্দোলনে হামলা : লোহাগাড়ায় মামলার আসামি গ্রেফতার দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৭ ব্যারেল চোরাই ডিজেল তৈল সহ গ্রেপ্তার ২ পূর্বকোণ-পত্রিকার সহ-সম্পাদক ও শিক্ষার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান’কে গ্রেপ্তার করেছে”র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর আভিযানিক দল চট্টগ্রাম-কক্সবাজার- মহাসড়কে অপ্রতিরোধ্য মৃত্যুর মিছিল”নিয়ন্ত্রণ হারিয়েএক’মোটরসাইকেল চালক নিহত চন্দনাইশে যাত্রীবাহী বাস থেকে দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার গ্রেপ্তার ২ চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ প্যানেল চেয়ারম্যান হাবিবের বিরুদ্ধে

অ্যালার্জিতে ভুগছেন কি না বুঝে নিন লক্ষণে

লাইফস্টাইল ডেস্কঃ

অ্যালার্জির সমস্যায় অনেকেই ভোগেন, তবে কারও কারও এটি গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে দীর্ঘদিন ধরে অ্যালার্জিতে ভুগলে তা এক সময় অ্যানাফিল্যাক্সিস, হাঁপানি, সাইনোসাইটিস, কান বা ফুসফুসের সংক্রমণের কারণ হতে পারে।

অ্যালার্জিতে যারা ভোগেন তাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে, যা একটি নির্দিষ্ট অ্যালার্জেনকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে। এক্ষেত্রে অ্যালার্জেনের সংস্পর্শে আসলে ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া পড়ে ত্বক, সাইনাস, শ্বাসনালি বা পাচনতন্ত্রে।

কোন কোন উপাদান অ্যালার্জি সৃষ্টি করে?

>> বায়ুবাহিত অ্যালার্জেন, যেমন- পরাগ, প্রাণীর খুশকি, ধুলো মাইট ও ছাঁচ।
>> কিছু খাবার, বিশেষ করে- চিনাবাদাম, গাছের বাদাম, গম, সয়া, মাছ, শেলফিশ, ডিম ও দুধ।
>> পোকামাকড়ের হুল, যেমন- মৌমাছি বা ওয়াপ থেকে।
>> ওষুধ, বিশেষ করে- পেনিসিলিন বা পেনিসিলিন-ভিত্তিক অ্যান্টিবায়োটিক।
>> ল্যাটেক্স বা অন্যান্য পদার্থ স্পর্শ করলেও ত্বকে অ্যালার্জি সৃষ্টি হতে পারে।

অ্যালার্জির লক্ষণ কী কী?

অ্যালার্জির লক্ষণগুলো বিভিন্ন অ্যালার্জেন উপাদানের উপর নির্ভর করে। এক্ষেত্রে শ্বাসনালি, সাইনাস ও অনুনাসিক পথ, ত্বক ও পাচনতন্ত্রকে প্রভাবিত হয়।

অ্যালার্জির প্রতিক্রিয়া হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। কিছু গুরুতর ক্ষেত্রে অ্যালার্জি একটি প্রাণঘাতী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা অ্যানাফিল্যাক্সিস নামে পরিচিত।

বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, তবে আপনি কোনটিতে ভুগছেন তা বুঝে নিন লক্ষণের উপর নির্ভর করে-

অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণ

>> হাঁচি
>> নাক, চোখ বা মুখে চুলকানি
>> সর্দি, নাক বন্ধ
>> চোখে কনজাংটিভাইটিস

খাবারে অ্যালার্জির লক্ষণ

>> মুখে শিরশিরানি
>> ঠোঁট, জিহ্বা, মুখ বা গলা ফুলে যাওয়া
>> আমবাত
>> অ্যানাফিল্যাক্সিস
>> হাঁচি
>> নাক দিয়ে পানি পড়া

পোকা থেকে অ্যালার্জি হলে

>> শরীরের কোনো স্থানে ফুলে যাওয়া (এডিমা)
>> সারা শরীরে চুলকানি বা আমবাত
>> কাশি, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট
>> অ্যানাফিল্যাক্সিস

ড্রাগ এলার্জির লক্ষণ

>> আমবাত
>> ফুসকুড়ি
>> মুখ ফুলে যাওয়া
>> ঘ্রাণে তীব্রতা
>> অ্যানাফিল্যাক্সিস

অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটি একটি অ্যালার্জিজনিত ত্বকের অবস্থা। যাকে একজিমাও বলা হয় এক্ষেত্রে যেসব লক্ষণ দেখা দেয়-

>> চুলকানি
>> লাল ত্বক
>> ত্বকে খোসা ওঠা
>> অ্যানাফিল্যাক্সিস

অ্যানাফিল্যাক্সিসের লক্ষণ কী কী?

>> চেতনা হারানো
>> রক্তচাপ কমে যাওয়া
>> তীব্র শ্বাসকষ্ট
>> চামড়ায় ফুসকুড়ি
>> হালকা মাথাব্যথা
>> হৃদস্পন্দন বেড়ে বা কমে যাওয়া
>> বমি বমি ভাব ও বমি

খাবারের অ্যালার্জি কিংবা পোকামাকড়ের কামড় থেকে অ্যালার্জি মারাত্মক আকার ধারণ করতে পারে। যাকে বলা হয় অ্যানাফিল্যাক্সিস। এক্ষেত্রে রোগী চেতনা হারাতে পারেন।

অ্যালার্জির যত জটিলতা

অ্যালার্জি বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়ায়। যেমন-

অ্যানাফিল্যাক্সিস

আপনার যদি গুরুতর অ্যালার্জি থাকে তাহলে আপনি এই প্রতিক্রিয়ার ঝুঁকিতে আছেন। খাদ্য, ওষুধ ও পোকামাকড়ের দংশন থেকে হঠাৎ করেই অ্যালার্জির গুরুতর প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।

হাঁপানি

আপনার যদি অ্যালার্জি থাকে তবে আপনার হাঁপানি হওয়ার ঝুঁকিও বেশি। এটি একটি ইমিউন সিস্টেম প্রতিক্রিয়া যা শ্বাসনালি ও শ্বাসকে প্রভাবিত করে। অনেক ক্ষেত্রে পরিবেশে অ্যালার্জেনের সংস্পর্শে আসার কারণে হাঁপানি শুরু হয় (অ্যালার্জি-প্ররোচিত হাঁপানি)।

সাইনোসাইটিস, কান বা ফুসফুসের সংক্রমণ

আপনার যদি হাঁপানি থাকে তাহলে সাইনোসাইটিস, কান বা ফুসফুসের সংক্রমণের ঝুঁকি আছে। তাই অ্যালার্জি নিয়ে কখনো অবহেলা করা উচিত নয়।

কখন ডাক্তার দেখাবেন?

আপনি যদি অ্যালার্জির কারণে সৃষ্ট উপসর্গগুলো টের পান তাহলে দেরি না করে চিকিৎসকের শরনাপন্ন হন। গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া (অ্যানাফিল্যাক্সিস) এর জন্য জরুরি চিকিৎসা সহায়তা নিতে হবে।

আর আপনার যদি অতীতে গুরুতর অ্যালার্জির আক্রমণ বা অ্যানাফিল্যাক্সিসের কোনো লক্ষণ থাকে তাহলেও নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোকাবেক চলুন। এক্ষেত্রে অ্যালার্জি ও ইমিউনোলজিতে বিশেষজ্ঞ এমন চিকিৎসকের শরনাপন্ন হন।

আজ বিশ্ব অ্যালার্জি সচেতনতা দিবস। অক্টোবরের ১৬ তারিখ পালিত হয় সচেতনতামূলক এই দিবস। ওষুধ ছেড়ে বরং প্রত্যেকের উচিত কে কোন অ্যালার্জিতে ভুগছেন সে বিষয়ে সচেতন হওয়া ও সতর্ক থাকা।

ডা. অস্কার মেন্ডারসন শ্লোস খাদ্য অ্যালার্জি সম্পর্কে প্রথম বৈজ্ঞিানিক প্রতিবেদন প্রকাশ করেন। ডা. ক্লেমেন্স ভন পিরকুয়েট গুটিবসন্তের টিকার পার্শ-প্রতিক্রিয়া থেকেই ওষুধের অ্যালার্জি শনাক্ত করেন প্রথম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com