শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
সূর্য শিক্ষা পরিবার প্রধান কার্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা
কাজী মোস্তফা রুমি,ব্যবস্থাপনা সম্পাদক: নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল প্রধান কার্যালয়ে ১ম সেমিস্টার পরীক্ষা’২৩ এর ফলাফল আজ ১১ই মে’২৩ সকাল ১০ ঘটিকার সময় ঘোষণা করা হয়।
সূর্য আইডিয়াল স্কুল, প্রধান কার্যালয়ের প্রধান শিক্ষক ও নাগরপুর সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক নুরুন্নাহার এর সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ- নাগরপুর উপজেলার শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস -রাষ্ট্রবিজ্ঞান)।
এছাড়াও সূর্য আইডিয়াল স্কুল, প্রধান কার্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
সকল ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়।
ফলাফল ঘোষণা শেষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বলেন- সূর্য শিক্ষা পরিবার নাগরপুরে ব্যতিক্রমী এবং পরিবর্তনের প্রত্যয় নিয়ে এসেছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রতিষ্ঠান হচ্ছে সূর্য শিক্ষা পরিবার। ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা একটি ছাত্র-ছাত্রীর সার্বিক মূল্যায়ন করতে পারি এবং যা একটি শিক্ষার্থীকে প্রতিযোগিতার দিকে ধাবিত করে। সেই সাথে নতুনভাবে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ পায়।
আমি আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং যারা ভালো ফলাফল করতে পারো নাই তারা আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ, তোমরাও ভালো করতে পারবে।
আমি উপস্থিত সম্মানিত সকল অভিভাবক-অভিভাবিকা মন্ডলীকে সূর্য শিক্ষা পরিবারের পক্ষ হতে আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।