বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

চীনে এআই চালিত রোবট উন্মোচন, গৃহস্থালির কাজেও দক্ষ

 অনলাইন ডেস্ক:

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডোবট’ এআই-চালিত নতুন এক হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে। এটা গৃহস্থালি ও বাণিজ্যিক কাজ করতে পারদর্শী।

গুয়াংডং প্রদেশের শেনঝেনে অবস্থিত এই স্টার্টআপ প্রতিষ্ঠান মঙ্গলবার থেকে ‘ডোবট অ্যাটম’ নামের রোবটটির প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে। ১.৫৩ মিটার উচ্চতা ও ৬২ কেজি ওজনের এই রোবটটি মানুষের মতো চলাচল ও জিনিসপত্র ব্যবস্থাপনা করতে পারে। রোবটটিতে রয়েছে ৪১টি ডিগ্রি অব ফ্রিডম সম্পন্ন বায়োমিমেটিক আর্ম, যা জটিল কাজ সম্পাদনে সহায়ক।

রোবটটির বিশেষত্ব:
ডোবট অ্যাটমের ভিডিও প্রকাশের পর দেখা গেছে, এটি বিভিন্ন গৃহস্থালি কাজ করতে পারে। যেমন—
নাশতা তৈরি
দুধ ঢালা
ফলের প্লেট সাজানো
টোস্ট বানানো
বক্স বহন করা
কফির কাপের ঢাকনা লাগানো

রোবটটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৯৯,০০০ ইউয়ান (প্রায় ২৭,৫১২ মার্কিন ডলার)। চীনের বিভিন্ন গাড়ি নির্মাতা, ইলেকট্রনিক্স কারখানা এবং ক্যাফে ও চায়ের দোকানের সঙ্গে ডোবট অংশীদারিত্ব করেছে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, এই বছরের মাঝামাঝি সময়ে রোবটটির পরীক্ষামূলক ও ব্যাপক উৎপাদন শুরু হবে।

আরেকটি নতুন উদ্ভাবন: মিডিয়া গ্রুপের হিউম্যানয়েড রোবট

ডোবট অ্যাটমের পাশাপাশি চীনের অন্যতম গৃহস্থালী পণ্য নির্মাতা মিডিয়া গ্রুপও মঙ্গলবার তাদের নতুন হিউম্যানয়েড রোবটের প্রোটোটাইপ উন্মোচন করেছে। এই রোবটটি হ্যান্ডশেক, পানি পরিবেশন, হৃদয় আকৃতির ভঙ্গি তৈরি, নাচ, বোতলের ঢাকনা খোলা ও স্ক্রু লাগানোর মতো কাজ করতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, চীনের এসব উদ্ভাবন রোবট প্রযুক্তিকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। “গ্লোবাল টাইমস” জানায়, এই উন্নত প্রযুক্তির রোবটগুলো এখন বাণিজ্যিক উৎপাদনের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করছে, যা ভবিষ্যতে শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com