বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঢামেক প্রতিনিধি:
রাজধানীর খিলগাঁওয়ে এগারো বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আলামিন (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, গত ১৯ মার্চ সন্ধ্যায় একই বাড়ির ভাড়াটিয়া আলামিন (২৮) ওই শিশুকে বাথরুমের ভিতরে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়ার পর পর অভিযুক্ত আলামিনকে গ্রেফতার করা হয়েছে। শিশুর শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।