শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনি এলাকার দেব কুমার, মিলন লাল ও মোবারক। আহত তিনজন হলেন, আবদুল্লাহ, সকাল ও সানি। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশের এসআই রাজিব আহমেদ।