রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজারে – সৈকতে পর্যটকের ঢল,হোটেল-মোটেলে ঠাঁই নেই ! বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিসেম্বর পর্যন্ত ছুটি চলছে। এই ছুটির সঙ্গে দুইদিনের সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল নেমেছে। শহরের কলাতলী ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল,রিসোর্ট ও গেস্ট হাউজের কোথাও ঠাঁই নেই। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল মালিকরা বলছেন, চলতি মাসের শুরুতে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন। এখন প্রতিদিনই লাখো পর্যটক অবস্থান করছেন। সাপ্তাহিক কিংবা বিশেষ ছুটিতে পর্যটকের চাপ দ্বিগুন হচ্ছে। চলতি মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ বুকিং শেষ হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।তিনি পর্যটকদের কক্সবাজারে ভ্রমণের আগে অনলাইনে কক্ষ বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছেন। পর্যটকের বাড়তি চাপের কারণে পর্যটনজোনের কলাতলী, শহরের প্রধান সড়ক,বাস টার্মিনাল,মেরিন ড্রাইভসহ বিভিন্ন এলাকা যানজটে অচল হয়ে পড়েছে। শহরের ১০ মিনিটের কোনো পথ যেতে এক ঘন্টারও বেশি সময় লাগছে। এ অবস্থায় যানজট নিয়ন্ত্রণ, শান্তিশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে শৃঙ্খলা রক্ষায় ৬০ জন পুলিশ কাজ করছে বলে জানিয়ে জেলা ট্রাফিক পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকবাহী ৭ থেকে ৮ হাজার যানবাহন কক্সবাজার শহরে ঢোকে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,পর্যটকদের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে।