শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
ডেস্ক নিউজ:
অদ্য ২৬/১২/২০২৪ খ্রি. দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশফিকুজ্জামান আক্তার মহোদয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র)/৩৯১১ উদ্দীপন চাকমা, কনস্টেবল/৫১৬ মোঃ ফরিদ আহমেদদ্বয়কে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি’র অতিরিক্ত কমিশনার মহোদয়।
উক্ত সভায় সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পরিবহন) জনাব মোহাম্মদ সালাম কবির পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন।