রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর একটি মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি অপূর্ব দাস (১৯) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-১৪, তারিখ ০৯ আগস্ট ২০২৫ ইং (জিআর-২৬১) এর এজাহারনামীয় প্রধান আসামি অপূর্ব দাস মীরসরাই উপজেলার বামনসুন্দর দারগারহাট বাজার এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) বেলা আনুমানিক ১৪০০ ঘটিকায় র্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অপূর্ব দাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী থানার পাতাকুট এলাকায়। তার পিতার নাম দিলীপ দাস।
র্যাব-৭ জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অপূর্ব দাসকে সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।