বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইলিশ, জাল ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। অভিযানে একাধিক জেলে আটক হওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নগরীর রানীরাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এসময় আনুমানিক ২.০৮৫ টন ইলিশ জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত ইলিশ ১ লাখ ৪২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
একইদিন জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনীর আরেকটি যৌথ অভিযানে বহি:নোঙর, সীবিচ, আকমল আলী ঘাট, কাট্রলি ও আনন্দ বাজার সমুদ্র এলাকা থেকে ৫০০০ মিটার কারেন্ট জাল, ২টি বেহুন্দি জাল, ৮০ কেজি ইলিশ, একটি ফিশিং বোট জব্দ এবং একজন জেলেকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা বলে জানা গেছে। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
দিনব্যাপী এ অভিযানে উপস্থিত ছিলেন— মিজ সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম; মিজ জান্নাতুল ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চট্টগ্রাম; জনাব মোঃ রমজান আলি, স্টাফ অফিসার, বাংলাদেশ কোস্ট গার্ড; মোঃ তরিকুল ইসলাম, কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী; জনাব মাহবুবুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা; এবং জনাব আবু তৈয়ব, ব্যবস্থাপক, পটিয়া মৎস্য খামার।
প্রশাসন জানিয়েছে, ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার ও বিপণন বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।