সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পটিয়ায় পাহাড় কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড বাড়ির জানালা ভেঙ্গে স্বর্ণ-টাকা চুরি, চোর গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে আদিবাসীদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ  তিন জেলায় অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপের নির্দেশ: সাতকানিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-অনুষ্ঠিত চকরিয়ায় ৩ অবৈধ অটো ব্রিকস কারখানা, স্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি সাতকানিয়ায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংস: ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি: টেকনাফের নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১ কমলগঞ্জে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান বড় ধরনের প্রতিশোধ নিতে যাচ্ছে প্রকৃতি, সতর্ক করলেন বিজ্ঞানীরা-কোথাও মানুষ ভালো নেই:

থার্টি ফার্স্ট নাইটে সিএমপির ১৩ নির্দেশনা শালীনতা বজায় ও নারীদের জন্য রাখতে হবে পৃথক ব্যবস্থা সিএমপি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

ইংরেজি বর্ষবরণে ‘থার্টি ফার্স্টের’ রাতে শালীনতা বজায় এবং নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখাসহ ১৩ দফা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

একইসঙ্গে উন্মুক্ত স্থানে সমাবেশ, নাচ-গান, আতশবাজি-পটকা ফোটানো, ফানুস ওড়ানো নিষিদ্ধসহ নৈতিক মূল্যবোধ পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে নগর পুলিশ।গতকাল বিকেলে সিএমপির জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা বলা হয়েছে।

নির্দেশনার মধ্যে আছে, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব না করা এবং উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ বা নাচ-গান অথবা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করা। কোথাও কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধের কথা বলা হয়েছে।

চট্টগ্রামের পর্যটন স্পট পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত অবস্থান করা যাবে না। একইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা নগরীর সকল অনুমোদিত বার ও মদের দোকান বন্ধ থাকবে।

উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি-মোটরবাইক না চালানোর নির্দেশনাও দিয়েছে সিএমপি। মাদক সেবন থেকে বিরত থাকতে বলা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় কাউকে পেলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আনন্দ উদযাপনে নিষেধ না করলেও এক্ষেত্রে প্রচলিত সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির প্রতি লক্ষ্য রেখে ‘প্রত্যাশিত ও গ্রহণযোগ্য’ শালীনতা বজায় রাখার পাশাপাশি নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে ও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে। এছাড়া হোটেলগুলোকে ডিজে পার্টির নামে কোনো জায়গা ভাড়া দিতে নিষেধ করা হয়েছে।

জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিহার করতে বলেছে সিএমপি।একই বিজ্ঞপ্তিতে সিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কর্ণফুলী টানেল এলাকা ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে যানবাহন না চালানো এবং উচ্চস্বরে হর্ন না বাজানোর অনুরোধ করা হয়েছে।এ ছাড়া সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিএমপি।

নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮। এরপরও যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে নাগরিকদের জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) কল দিয়ে পুলিশের সেবা নিতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com