মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় সাতকানিয়ার কেরানি হাটের রিসোর্ট কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উত্তর সাতকানিয়া শাখার সভাপতি মোহাম্মদ ফোরকান আজাদের সভাপতিত্বে এবং বাজালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ.ন.ম. শামসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাফর সাদেক।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল হোসাইন, উত্তর সাতকানিয়া শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা শাখার আমীর মুহাম্মদ কুতুব উদ্দিন, কেরানি হাট শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক প্রমুখ।
সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ ফোরকান আজাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।
নতুন কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক: মাহফুজুর রহমান কোষাধ্যক্ষ: মোহাম্মদ আবু ছালেহ প্রচার ও মিডিয়া প্রযুক্তি সম্পাদক: জোবায়ের আলম আইন ও আদালত সম্পাদক: মোহাম্মদ হাসান এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ, চিকিৎসা ও স্বাস্থ্য, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষিত হয়।
সম্মেলনে বক্তারা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও কার্যকরভাবে শ্রমিকদের সেবা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।