মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মাওলানা আমান উল্লাহ গ্রেফতার রামুতে কলেজের নামে আরও ১৫৬ একর বনভূমির বন্দোবস্ত বাতিল: নড়াইলের কালিয়া উপজেলা ভ্যাটেনারি সার্জনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত ,, কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও তিনজন আটক মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের অভিযান লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ছয় মাসের কারাদণ্ড ড্যাম্পার,ওএক্সক্যাভেটর জব্দ চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪ ১৫ জুন থেকে একাদশে ভর্তি, ক্লাস শুরু ১ জুলাই সচিব হলেন নজরুল ইসলাম, বান্দরবানে নতুন ডিসি রিনি

তিন জেলায় অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপের নির্দেশ:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম শুরু করতে না দিতে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।একটি রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়। রিটকারীর পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র আইনজীবী মনজিল মোরসেদ।

বলেছেন, অবৈধ ইটভাটার মালিকরা যাতে তাদের কার্যক্রম শুরু না করতে পারে সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় ব্যবস্থা নিতে বলেছে আদালত। তাদের কার্যক্রম সম্পর্কে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসককে এ আদেশ পালন করতে বলা হয়েছে, বলেন মনজিল মোরসেদ।

পার্বত্য তিন জেলার লাইসেন্সবিহীন ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে করা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট আবেদনটি করে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালে রিট আবেদনটি দায়েরের পর শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করে।

কিন্তু বিবাদীরা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে তাদের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবি-এর পক্ষে আদালতে এই আবেদন করার কথা বলেছেন এ আইনজীবী। তিনি আবেদনে বলেন, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ইট উৎপাদন ও ভাটা পরিচালনার মৌসুম। এই সময়ের মধ্যে সারাদেশে অসংখ্য অবৈধ ইটভাটা তাদের কার্যক্রম শুরু করেছে এবং করতে যাচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ।

মনজিল মোরসেদ বলেন, অবৈধ ইটভাটাগুলো যাতে কার্যক্রম শুরু করতে না পারে সে জন্য আদালতে আবেদনটি করা হয়েছে। শুনানি শেষে আদালত আদেশ দিয়েছে।এইচআরপিবি’র পক্ষে আবেদনকারী হলেন অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরীসহ দুইজন।

বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ মোট বিবাদীর সংখ্যা ২৪। শুনানিতে মনজিল মোরসেদকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল, এখলাস উদ্দিন ভূঁইয়া, নাসরিন সুলতানা ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তানিম খান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com