সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
মোহাম্মদ নান্নু মৃধা, (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের পূর্ব চরনারায়নপুর গ্রামের আমিনা খাতুন ইসলামি একাডেমির পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ জানুয়ারী) বেলা ১১ টার সময় আমিনা খাতুন ইসলামি একাডেমির মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমিনা খাতুন ইসলামি একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবজাল হোসেনের সভাপতিত্বে ও মাষ্টার সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আমিনা খাতুন ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, দিহান প্রোপ্রাইটিস এর প্রোপাইটর দিদারুল ইসলাম, আমেনা খাতুন ইসলামি একাডেমীর পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, গরীবেরচর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী মফিজুল হক সহ অএ মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিভাবকগন।