রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন এর সঙ্গে সুধীজন ও স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা আয়োজিত হয়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন।
আরো উপস্থিত ছিলেন পি.এফ.জি এর সমন্বয়ক শাহ আলম প্রামানিক, ভূঞাপুর প্রেসক্লাবে এর সভাপতি আব্দুর রাজ্জাক, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার (বাবু), হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু সহ সেবক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খন্দকার খায়রুল ইসলাম, ইবরাহীম খাঁ’র আলোকিত গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান, ভূঞাপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ রাব্বি অনিক, প্রতিভা যুব ও ছাত্র সংগঠন প্রতিষ্ঠাতা রেজাউল করিম রানা, যমুনা পাড়ের জনগণ সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মিয়াসহ উপজেলার বিভিন্ন বরেণ্য সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।
সভায় ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান বলেন, পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজের পুরনো ফটকটি দীর্ঘদিন ভঙ্গুর অবস্থায় থাকায় সেটি খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে। তিনি অতি দ্রুত এটি সমাধানের চেষ্টা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করছি সকল সামাজিক সংগঠনসহ সকলকে নিয়ে একটি সুশৃংখল ও আধুনিক ভূঞাপুর গড়ে তুলবেন।
এ সময় প্রধান অতিথি মোছা: পপি খাতুন বলেন, আমি আশা করছি সকল সুশীল সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে স্থানীয় সকল নিরসন দূর করে একটি সুন্দর ভূঞাপুর উপজেলা গড়ে তুলব। সকল সংগঠনের মাধ্যমে কিছু কিছু সমস্যার কথা শুনেছি, যেগুলো দ্রুত সংস্কার ও সমাধানের কাজ শুরু করে দেবো এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যেকোনো ভালো কাজে উপজেলা পরিষদের সকল প্রকার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান টি সঞ্চালনায় করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দত্ত।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সংগঠন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।