বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
প্রেস রিলিজ:
সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) মুকুর চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে এসআই (নি.) মোঃ আব্দুল গাফ্ফার হিমেল, এসআই (নিঃ) সাজ্জাদ হোসাইল সঙ্গীয় অফিসার-ফোর্সসহ আজ ০৭/১১/২৪ খ্রি. ইপিজেড থানাধীন নয়ারহাট এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী মোঃ সুমন (২৪)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির ইপিজেড থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।