বাংলাদেশ প্রতিদিন খবর
- বৃহস্পতিবার ২১ জুলাই, ২০২২ / ৯৭ জন দেখেছে
ডোমার উপজেলায় ৫০ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবী ও দলিলপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সারাদেশে আশ্রয়ন-২ প্রকল্পের ঘর হস্তান্তর গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে ২৫টি ও সোনারায় ইউনিয়নে ২৫টি ঘরের চাবি ও দলিলপত্র সুবিধাভোগীদের হাতে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী, ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাসেদ প্রমূখ উপস্থিত ছিলেন।