বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নারী ফোরাম কর্তৃক দুঃস্থ ও গরীব মহিলাদের ১০ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, সাংবাদিক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।