বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
৭ উইকেটের বড় পরাজয় দিয়ে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের আগেই ইনজুরিতে ছিটকে যান বল হাতে দারুণ ছন্দে থাকা শরীফুল ইসলাম। অবশেষে দ্বিতীয় টেস্টের আগে তাকে স্কোয়াডে ফেরানো হচ্ছে।
আজ সোমবার দুপুরে এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাঁহাতি পেসার শরীফুল আজই সেন্ট লুসিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন। আগামী ২৪ জুন সেখানেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় তথা শেষ টেস্ট। ২০২১ সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন ২১ বছর বয়সী শরীফুল। তিন ফরম্যাটেই বল হাতে তিনি প্রতিভার সাক্ষর রেখেছেন।