সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
রাশিয়ায় একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ জন। গতকাল (২৪ ডিসেম্বর) শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় অ্যাস্ট্রাখান শহরে ঘটে এ দুর্ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, করোনা আক্রান্ত রোগীদের আইসিইউ’তে ছড়ায় আগুন। ঘটনার পরপরই ১৬ রোগীকে নিরাপদে সরিয়ে নেন উদ্ধারকারীরা।
কিন্তু আগুনের ছড়িয়ে পড়লে সরাতে পারেননি বাকি দুই রোগীকে। নিহত দুইজনই নারী।শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। কারণ উদঘাটনে চলছে তদন্ত।
এর আগে, চলতি বছরের আগস্টে দেশটির ওসেটিয়া প্রদেশের এক হাসপাতালে আগুন লেগে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়।