শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচটি বেসরকারি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা করা হয়েছে। গতকাল (২৯ মে) রবিবার উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সিলগালা করা হয়।
জানা যায়, লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষধ দিয়ে হাসপাতাল-ক্লিনিক পরিচালনার দায়ে মির্জাপুর পৌরসদরের বন্ধু ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও ডিজিটাল কেয়ার (ডেন্টাল ক্লিনিক) ৫ হাজার, পাকুল্যা এলাকার সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, জামুর্কী এলাকার হাকিম জেনারেল হাসপাতাল, গোড়াই এলাকার আল মদিনা ইসলামিয়া আধুনিক চক্ষু হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠানই সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনানুযায়ী মির্জাপুরে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল (২৯ মে) রবিবার অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ক্লিনিকেই তথ্য নেয়া হবে। কোনো অসঙ্গতি থাকলে সেইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।