বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শুক্রবার (২৭ মে) নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈত্রিক বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সানাই মাহবুবের বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। মুসার বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে। পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়েছে।
গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। বেছে নেন ইসলামিক জীবনযাপন। নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন। শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তাকে নিয়ে চর্চা থেমে যায়।