বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
আজ (১৭ এপ্রিল) রবিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা অনুষ্টিত হয় ।আজ (১৭ এপ্রিল) রবিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এসময় উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোনালিসা ইয়াসমিন সুইটি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, উপজেলা আ,লীগের যুগ্ম-সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, আ,লীগ নেতা তহিরুল ইসলাম মিলন, ক্রীড়া সংগঠক মিলন দাশ গুপ্ত প্রমূখ উপস্থিত ছিলেন।