শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পুলিশের অভিযানে গাজীপুর থেকে চুরি হওয়া ১০,০৯০ পিস টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে পাঞ ঞা জ্যোতি ভিক্ষু সংবর্ধিত  সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী আজ দেশে ফিরছেন লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নুসরাতের বাবা ইউসুফ আলী অনেক আগেই মারা গেছেন

টাঙ্গাইল পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে গতকাল (৯এপ্রিল) শনিবার রাতে। এতে সাধারণ কোঠায় নারী হিসেবে চাকরিতে চূড়ান্ত হয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঢাবনাজোর গ্রামের নুসরাত জাহান ইমা। চাকরিতে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত নুসরাত বলেন, ‘কল্পনাও করতে পারিনি মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাবো। ’

মা নার্গিস বেগম দর্জির কাজ করেন। নুসরাতের মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে কাপড় বানানোর জন্য কাপড় আনতেন আর কাপড় সেলাই করে টাকা উপার্জন করে তার পড়াশোনার খরচ যোগাতো।

নুসরাত জাহান ইমা টাঙ্গাইল বাসাইল উপজেলার বাথূলী সাদী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও টাঙ্গাইল সদর উপজেলার আবেদা খানম গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেছেন এ বছর।

নুসরাত জাহান বলেন, ‘মা দর্জির কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাপড় এনে সেলাই মেশিনে কাজ করে। বাবা নেই, আমার মাই সবকিছু। আশা করি এখন মায়ের কষ্ট দূর করতে পারবো।

তিনি আরো বলেন, ‘নিজেকে পুলিশের একজন সদস্য হিসেবে ভাবতে পেরে শান্তি লাগছে। ১২০ টাকা দিয়ে পুলিশে আবেদন করেছিলাম, বাকি কোনো টাকা লাগেনি, তাই সবাইকে বলবো নিজের যোগ্যতা অনুযায়ী এখনো চাকরি পাওয়া যায়। পুলিশে চাকরি করে দেশের সেবা করতে চাই।

নুসরাত জাহান ইমার মা নার্গিস বেগম বলেন, ‘মেয়ের চাকরি হয়েছে শুনেই মনে হচ্ছে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি। মেয়ে পুলিশে চাকরি পেয়েছে, অনেক আনন্দ লাগছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘এ বছর টাঙ্গাইল জেলা থেকে ১০০ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে নারী ১৩ জন ও পুরুষ ৮৭ জন। প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ২২৫ জন। এর মধ্যে ১০০ জনকে ভাইবা পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করে পরবর্তীতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে চূড়ান্ত মেডিকেল টেস্ট করিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য গাজিপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, টাঙ্গাইল জেলার সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ,ডি আই ওয়ান হারেজ মিয়াসহ পুলিশ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com