শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
আসন্ন ফুটবল বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। এছাড়া এই গ্রুপে রয়েছে ঘানা ও উরুগুয়ের মতো দল। ফলে এই ‘এইচ’ গ্রুপকেই ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের গ্রুপ অব ডেথ তথা মৃত্যুকূপ।
স্বাভাবিকভাবেই সবার নজর থাকছে রোনালদোর পর্তুগালের ওপর। তবে বিশ্বকাপ নিয়ে আলোচনায় রোনালদোর ওপর সব মনোযোগ দিতে চান না দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো। তার মতে, পর্তুগাল মানে শুধুই রোনালদো নয়।
বেন্তো বলেছেন, ‘আমাদের সব মনোযোগ শুধুমাত্র একজন খেলোয়াড়ের ওপরে থাকতে পারে না। এখন সে যে মানের খেলোয়াড়ই হোক না কেন।’তিনি আরও যোগ করেন, ‘আমরা জানি সে বিশ্বকাপের অন্যতম সেরা ফুটবলার।
তবু আমাদের পুরো পর্তুগাল দলকে নিয়ে ভাবতে হবে, শুধু একজনকে নিয়ে নয়।’এসময় পর্তুগাল দল সম্পর্কে নিজের মূল্যায়ন জানিয়ে বেন্তো বলেন, ‘ইউরোপের গুরুত্বপূর্ণ সব লিখে খেলা ফুটবলার রয়েছে পর্তুগালের। যারা কি না নানান দিকে অনেক মানসম্পন্ন।’