বাংলাদেশ প্রতিদিন খবর
- শুক্রবার ৮ এপ্রিল, ২০২২ / ১২৭ জন দেখেছে
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ এপ্রিল) শুক্রবার, বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলা শাখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং স্কাউটার মোঃ ওয়াহিদুর রহমান খানের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল- ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ( ভূমি)মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,নাগরপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল সহ অন্যান্যরা।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী স্কাউটসদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।