বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
টাঙ্গাইলের সখীপুরে নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে । উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বংশাইল নদীর পাড় কেটে এ মাটি বিক্রির ঘটনা ঘটেছে। এতে নদীর গতি পথ বদলে গিয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কার করছে স্থানীয়রা।
সরোজমিনে দেখা যায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বংশাইল নদীর পাড়ে ভেকু দিয়ে মাটি কাটছে স্থানীয় আতাউর রহমান নামের এক মাটি ব্যবসায়ী। ট্রাফি ট্রাকটর দিয়ে মাটি নেয়া আনার ফলে গ্রামীণ কয়েকটি রাস্তা ভেঙে যাওয়ার পথে। মাটি গুলো স্থানীয় বাড়িতে, আবাদি জমি ভরাট ও একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে বিক্রি হচ্ছে।
নদীর পাড় কাটায় বর্ষার সময় নদীর গতি পথ বদল হয়ে আবাদি জমি ও বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এলাকাবাসী। এই প্রতিবেদককে দেখে স্থানীয় মেছের উদ্দিন নামের এক লোক এগিয়ে এসে বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পত্তির। এটা কোন খাস জমি না। যুবলীগ নেতা হিসেবে প্রভাব খাটিয়ে নদীর পাড়ের মাটি কেটে বিক্রির ফলে স্থানীয়দের জনমনে নিরব কান্না।
নিজেকে যুবলীগ নেতা দাবী করে ওই ভেকু ও মাটি ব্যবসায়ী আতোয়ার রহমান বলেন, আমি অন্যায় কোন কাজ করি না৷ সরকারি স্কুলের মাঠ ভরাট কাজে এ মাটি বিক্রি করছি। এ ছাড়া রাস্তা যেখানে নষ্ট হয়েছে সেখানে মাটি দিয়ে সংস্কার করে দিবো।এ বিষয়ে উজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি আমার জানা নেই তাই এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পাচ্ছি না।