বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন যুব ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গল এলাকায় সামাজিক সংগঠন যুব এসব ইফতার সামগ্রী বিতরণ করে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, তৈল, চাল, ছোলা, ডাল, লবন ও চিনি রয়েছে।
দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী হাবিবুল্লাহ, যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সোহেল হাসান। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতি থেকে এসব খাদ্য সামগ্রী শতাধিক অসহায় পরিবারের সদস্যদের হাতে তোলে দেন।