রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন
সিলেটে বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন করা হয়েছে।আজ (১ এপ্রিল) শুক্রবার অবুল মাল আব্দুল মুহিত মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাহিদ রশীদ।
উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় চার জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ আয়োজনে মৌলভীবাজার জেলাকে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।