মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
রাজধানীর মোহাম্মাদপুর থানা ছাত্রলীগের উদ্যোগে ‘জয় বাংলা স্বাধীনতা কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে। আগামীকাল রবিবার মোহাম্মাদপুরের সলিমুল্লাহ রোড পানির ট্যাংকি মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
কনসার্টে সংগীত পরিবেশনা করবেন অ্যাশেজ, মিলা, ফ্লাইফারুক, সজল ও রোজ। এ ছাড়াও উপস্থিত থাকবেন তৌহিদ আফ্রিদি ও আর এস ফাহিম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার মাইটিভি, নিউজ হান্ট ও সিটি এফএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সজিব আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। সভাপতিত্ব করবেন মোহাম্মাদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিক।