শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলার স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল বীর সৈনিকরা। তাই নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, নাগরপুর প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে। উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্যরেডে অংশ নেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে অংশ গ্রহন করে। আলোচনা সভার শেষে কুচকাওয়াজে নাগরপুর উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকারী সূর্য আইডিয়াল স্কুলের প্যারেড কমান্ডার জান্নাবী মোস্তফার হাতে এবং অন্যান্য সকল বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
অপর দিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ গ্রহন করেন নাগরপুর দেলদুয়ারের গণ মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আহসানুল ইসলাম টিটু, এরপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন প্রমুখ।