বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
সানি লিওনকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সানি লিওন আর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, এ তো সমার্থক শব্দ। পর্নস্টার থেকে বলিউড স্টার হওয়ার পথে সানিকে নানা রকমভাবে অনেক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে।
এদিকে, বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপে রয়েছে সানি লিওনির নাম। শুধু নাম- এভাবে বললে ঠিক হবে না। একটি রিসোর্ট দেওয়া হয়েছে এই অভিনেত্রীর নামে, সঙ্গে ক্যাফে। ‘সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে’ নামের এই রিসোর্টের সামনে টানা লম্বা ব্যানার টানানো রয়েছে। প্রবাল সৈকতে নামলে সহজেই চোখে পড়বে এটি।
তবে স্থানীয়রা জানাচ্ছেন, পর্যটকদের আকৃষ্ট করতেই এমন নাম বেছে নেওয়া হয়েছে।
‘সানি লিওন বিচ ক্যাফে রিসোর্ট’-এর ব্যবস্থাপকের নাম মহিউদ্দীন। এই রিসোর্টের নামকরণ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে চাইলেন না। তবে পর্যটকরা যে আগ্রহ দেখাচ্ছে রিসোর্টটির প্রতি সে কথা নিশ্চিত করলেন।