বাংলাদেশ প্রতিদিন খবর
- বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬ / ৭৯ জন দেখেছে

মিজানুর রহমান (যশোর) প্রতিনিধি :
শীতার্ত অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টার সময় অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল হাই স্কুলের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগরের উপজেলা নির্বাহী অফিসার সালাউদ্দিন দিপু।
অনুষ্ঠানে প্রধান আলোচ্যক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের অভয়নগর উপজেলা শাখার সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস, এম নুরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, নওয়াপাড়া সার ও খাদ্য শষ্য সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্টের খুলনা শাখার সভাপতি কামরান হাচান, সিনিয়র সহ সভাপতি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সমাজ কল্যান সম্পাদক মোশারফ হোসেন মুকুল, আল হেলান ইসলামি একাডেমির সভাপতি সেলিম রেজা, দপ্তর সম্পাদক এস এম আবিদ হাসান, ঝিকরগাছা উপজেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।