শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা, নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নামাছাপড়া এলাকা দিয়ে পাচারকালে পৃথক অভিযানে মোট ৫২৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল জব্দ করেছে বিজিবি।
শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে কর্ণঝোড়া বিজিবি, হলদিগ্রাম বিজিবি ও বান্দরকাটা বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব মদ জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণঝোড়া বিজিবির টহলরত সদস্যরা বাবেলাকোনা গ্রাম থেকে, হলদিগ্রাম বিজিবির টহলরত সদস্যরা বুরুঙ্গা কালাপানি থেকে এবং বান্দরকাটা বিজিবির টহলরত সদস্যরা নামাছাপড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দৃকত মদের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।