সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন।  আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । ব্যবস্থাপনা সম্পাদক: কাজী মোস্তফা রুমি । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অ্যামাজনের নদীতে শতাধিক ডলফিন নিহত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও ভোক্তার যৌথ বাজার মনিটরিং, ৩ প্রতিষ্টানকে জরিমানা রাউজানে চাঞ্চল্যকর কলেজ ছাত্র শিবলী সাদিক হৃদয়’কে হত্যা মামলার ২ আসামী আটক মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র আরও ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাইকা এবার ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিল আফগানিস্তান বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদনের মতামত পাঠিয়ে দেয়া হবে আজ : আইনমন্ত্রী শ্রীমঙ্গলে বিশ্ব হার্ড দিবস উপলক্ষে সপ্তাহব্যপী কর্মসূচী উদ্বোধন স্বচ্ছ ভারত দিবস পালন ডিএলএসএর উদ্যোগে পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশন এর কমিটি গঠন

রাবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি

বর্ধিত সভার ব্যানারে জাতীয় চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামানের ছবি সংযুক্ত না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগেরই একাংশ।

গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেসবাহুল ইসলাম বলেন, গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাবি শাখা ছাত্রলীগের হল সম্মেলনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় আমরা সকলে যোগদান করি।

যোগদানের পর আমরা দেখি সভার ব্যানারে আমাদের জাতির আবেগের সঙ্গে জড়িত জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের ছবি সংযুক্ত করা হয়নি।

এটা দেখে ছাত্রলীগে অনেক নেতাকর্মী উত্তেজিত হয়ে পরে, এমন অবস্থায় সভায় যোগদান করা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখান থেকে চলে যায় এবং বর্ধিত সভা পণ্ড হয়ে যায়।

মেসবাহুর রহমান বলেন, সভায় সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন আসন্ন হল সম্মেলনে পদপ্রত্যাশীদের কেউ সিট বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তাকে সম্মেলন করতে দিবেন না।

কিন্তু হল সম্মেলনের অধিকাংশ পদপ্রত্যাশীই সিট বাণিজ্যের সঙ্গে জড়িত এবং অনেক প্রদপ্রত্যাশীদের সিট বাণিজ্যের প্রমাণও আমরা তাদের কাছে তুলে ধরি কিন্তু তখন তারা তেমন কোনো ব্যবস্থাগ্রহণ করেননি।

তিনি আরও বলেন, ব্যানারের ছবি না রাখার বিষয়টি আমরা তাদের জানানোর তিনঘণ্টা পরেও তারা ছবি সংযুক্ত করেনি। আমরা মনে করি ব্যানারে এএইচএম কামারুজ্জামানের ছবি সংযুক্ত না করায় তাকে অবমাননা করেছে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এবং সাধারণ সম্পাদক। এটা তারা ইচ্ছাকৃতভাবেই করেছে এবং এর দায় তাদেরই নিতে হবে।

পাশাপাশি এই ধরণের ধৃষ্ঠতা দেখানোর জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা না চায় তাহলে আমরা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী ও বর্তমান কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, প্রশিক্ষণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দূর্জয়সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুযায়ী আমরা ব্যানারটি বানিয়েছিলাম। পরে এটা আমাদের কাছে ভুল মনে হয়েছে তাই ব্যানারটি পরিবর্তন করে প্রোগ্রাম পরিচালনা করেছি।

জাতির কাছে ক্ষমা চাওয়া প্রেক্ষিতে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যানারটি তো পরবর্তীতে ঠিক করেই আমরা প্রোগ্রাম করেছি। এ বিষয়ে পরে কথা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com