শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ আবু আবিদের দূর্বার তারুণ্যের আয়োজন-‘সবাই দেখবে কক্সবাজার খুলশীতে চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ গৃহকর্মী সেলিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে ভূমিদস্যুদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের অভিযান সাতকানিয়া-আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদের পূর্ন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তানোরে গভীর নলকুপ জবরদখলের অভিযোগ নগরীতে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া আটক

রাবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি

বর্ধিত সভার ব্যানারে জাতীয় চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামানের ছবি সংযুক্ত না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগেরই একাংশ।

গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেসবাহুল ইসলাম বলেন, গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাবি শাখা ছাত্রলীগের হল সম্মেলনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় আমরা সকলে যোগদান করি।

যোগদানের পর আমরা দেখি সভার ব্যানারে আমাদের জাতির আবেগের সঙ্গে জড়িত জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের ছবি সংযুক্ত করা হয়নি।

এটা দেখে ছাত্রলীগে অনেক নেতাকর্মী উত্তেজিত হয়ে পরে, এমন অবস্থায় সভায় যোগদান করা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখান থেকে চলে যায় এবং বর্ধিত সভা পণ্ড হয়ে যায়।

মেসবাহুর রহমান বলেন, সভায় সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন আসন্ন হল সম্মেলনে পদপ্রত্যাশীদের কেউ সিট বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তাকে সম্মেলন করতে দিবেন না।

কিন্তু হল সম্মেলনের অধিকাংশ পদপ্রত্যাশীই সিট বাণিজ্যের সঙ্গে জড়িত এবং অনেক প্রদপ্রত্যাশীদের সিট বাণিজ্যের প্রমাণও আমরা তাদের কাছে তুলে ধরি কিন্তু তখন তারা তেমন কোনো ব্যবস্থাগ্রহণ করেননি।

তিনি আরও বলেন, ব্যানারের ছবি না রাখার বিষয়টি আমরা তাদের জানানোর তিনঘণ্টা পরেও তারা ছবি সংযুক্ত করেনি। আমরা মনে করি ব্যানারে এএইচএম কামারুজ্জামানের ছবি সংযুক্ত না করায় তাকে অবমাননা করেছে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এবং সাধারণ সম্পাদক। এটা তারা ইচ্ছাকৃতভাবেই করেছে এবং এর দায় তাদেরই নিতে হবে।

পাশাপাশি এই ধরণের ধৃষ্ঠতা দেখানোর জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা না চায় তাহলে আমরা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী ও বর্তমান কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, প্রশিক্ষণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দূর্জয়সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুযায়ী আমরা ব্যানারটি বানিয়েছিলাম। পরে এটা আমাদের কাছে ভুল মনে হয়েছে তাই ব্যানারটি পরিবর্তন করে প্রোগ্রাম পরিচালনা করেছি।

জাতির কাছে ক্ষমা চাওয়া প্রেক্ষিতে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যানারটি তো পরবর্তীতে ঠিক করেই আমরা প্রোগ্রাম করেছি। এ বিষয়ে পরে কথা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com