রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ১৪ বিজিবির এক প্রেস রিলিজে জানায়
গত সোমবার ১০ নভেম্বর রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে বাংলাদেশের সীমান্তে আলতাদিঘী এলাকায় অভিযান পরিচালনাকালীন সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আধাঁরে চোরাকারবারীরা পালিয়ে যায় এ সময় মালিকবিহীন অবস্থায় ২শ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন ,গরু,মাদক ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।