রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা: আকবরশাহ থানার অভিযানে ১২ ঘণ্টায় তিন আসামি গ্রেফতার সিএমপি’র সকল থানার ওসি পদে রদবদল চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিন উদ্ধার, অপহরণচক্রের দুই সদস্য গ্রেফতার ডামুড্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি জামায়াত-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয় নির্ধারণ করবে যে ভোটাররা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১ ভালুকায় দেশনেত্রীর সুস্থতা কামনায় সর্বসাধারণের দোয়া

দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতি নথিপত্র জব্দ করেছে দুদক 

মো. সেলিম উদ্দিন খাঁন 

বন অধিদপ্তরের দেড় হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পে নয়ছয়, ভুয়া কাগজে অর্থ উত্তোলন, বদলি বাণিজ্যসহ নানা অসংগতির নথিপত্র জব্দ করেছে সংস্থাটি। দুদক বলছে, নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী সময়ে কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

জানা যায়, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন।

সেই লক্ষ্যে সরকারি বনজ সম্পদ উন্নয়নে ২০১৮ সালে ‘টেকসই বন ও জীবিকা’ শীর্ষক ‘সুফল’ প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। প্রায় দেড় হাজার কোটি টাকার বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্পের মাঠপর্যায়ে পদে পদে ঘটে অনিয়ম। সুফল প্রকল্প, বনায়ন প্রকল্প কিংবা রাজস্ব খাতের বরাদ্দের টাকা কাগজকলমে কাজ দেখিয়ে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একইভাবে সিন্ডিকেটে পদায়ন বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা।

 

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১ হাজার ৫০২ কোটি টাকা ব্যয়ে টেকসই বনায়নের জন্য সুফল প্রকল্প হাতে নেয়। প্রকল্পটি বাস্তবায়নে মেয়াদ নির্ধারণ করা হয় ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি প্রকল্পের অধিকাংশ কাজ। প্রকল্পের অধীনে গত দুই অর্থ বছরে ৮৭২ হেক্টর নার্সারি ও বনায়ন করার পরিকল্পনা থাকলেও উল্লেখযোগ্য অংশে তা করা হয়নি।

 

কিছু এলাকায় শুধু সীমানা নির্ধারণের জন্য সামান্য চারা লাগানো হয়। রামু উপজেলার জোয়ারিয়ানালা বিট এলাকায় ২০২২-২৩ অর্থবছরে ৫১০ হেক্টর বনভূমিতে নতুন বাগান সৃজনের বরাদ্দ থাকলেও বাস্তবে মাত্র ১৬০ হেক্টরে বনায়ন হয়েছে। একইভাবে ২০২৩-২৪ অর্থবছরের ৩৬২ হেক্টর বনায়ন প্রকল্পেও অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বনায়নের প্রকল্পের বেশির ভাগ অর্থই কাজ না করে আত্মসাৎ করেছেন বন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অভিযান শেষে দুদকের দলটি একটি প্রতিবেদন দিয়েছে।

 

সেই প্রতিবেদন অনুযায়ী কমিশন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গত ২৪ ফেব্রুয়ারি বন বিভাগের প্রকল্পে অনিয়মসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে বন অধিদপ্তরে অভিযান চালায়। বন অধিদপ্তরের তথ্যমতে, সুফল প্রকল্পের আওতায় ১ লাখ ৩ হাজার ৯৬০ হেক্টর এলাকায় বনায়ন করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারের ২০ হাজার ১৩৬ হেক্টর বাদে বাকি ৮৩ হাজার ৮২৪ হেক্টর বনায়ন করা হয়েছে বন বিভাগের অধীনে অন্য ২৩ জেলায়। সুফল প্রকল্পের শুরু থেকে শেষ পর্যায়ে অর্থাৎ চলতি বছরের জুন পর্যন্ত ঢাকা বন বিভাগে ২ হাজার ৮১০ হেক্টর, চট্টগ্রাম উত্তর বন বিভাগে ৯ হাজার ২৭৩ হেক্টর, চট্টগ্রাম দক্ষিণে ৮ হাজার ৬৭০ হেক্টর, চট্টগ্রামে ৯ হাজার ২১০ হেক্টর, ভোলায় ৮ হাজার ৪২০ হেক্টর, পটুয়াখালীতে ৮ হাজার ৩২০ হেক্টর, সামাজিক বন বিভাগ রাজশাহীতে ১৭৭ হেক্টর, দিনাজপুরে ২ হাজার ৩০ হেক্টর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারে ২৯০ হেক্টর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামে ২ হাজার ৬২০ হেক্টর, কক্সবাজার উত্তর বন বিভাগে ৮ হাজার ৪৬৮ হেক্টর, কক্সবাজার দক্ষিণে ১১ হাজার ৬৬৮ হেক্টর, ময়মনসিংহে ৪ হাজার ৪৪৩ হেক্টর, টাঙ্গাইলে ২ হাজার ৭১৩ হেক্টর, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীতে সবচেয়ে বেশি ১৯ হাজার ৯৯০ হেক্টর জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। এ ছাড়া সিলেট বন বিভাগে ৪ হাজার ৬৪৮ হেক্টর এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগে ২০৫ হেক্টর বনায়ন করা হয়েছে। শেরপুরের নকশী সীমান্ত ফাঁড়িসংলগ্ন রংটিয়া রেঞ্জ এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, বাগানে মাত্র ১টি চাপালিশ গাছ টিকে আছে। এর সঙ্গে অন্যান্য গাছ থাকলেও বনের কোথাও বন্যহাতির আক্রমণের ছাপ নেই। প্রতিটি গাছ অক্ষত ও সতেজতার সঙ্গে ডালপালা মেলে ধরেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com