বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে বিশ্বের বৃহত্তম বিমান অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া ধ্বংস হয়েছে। রুশ হামলায় কিয়েভের কাছে হোস্তমেলে আন্তোনভ বিমানঘাঁটির কাছে বিমানটি ধ্বংস হয়েছে।গতকাল (২৭ ফেব্রুয়ারি) রবিবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
টুইটারে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা লেখেন, এটি ছিল বিশ্বের বৃহত্তম বিমান, আন- ২২৫ মারিয়া (ড্রিম ইন ইউক্রেনিয়ান)। রাশিয়া হয়তো আমাদের ‘মারিয়া’ ধ্বংস করেছে। কিন্তু একটি শক্তিশালী, মুক্ত ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে ইউক্রেনের স্বপ্নকে রাশিয়া কখনোই ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হবে।
বিমানটি সোভিয়েত ইউনিয়নের শেষ বছরে ডিজাইন ও তৈরি করা হয়েছিল। এটি মহাকাশগামী যান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই আকাশে নিয়ে যাওয়া হয়েছে।