বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি শরীয়তপুরের ডামুড্যায় নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মঞ্জুর কাদের ভূঁইয়া মৌলভীবাজার মুক্ত দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা সাংবাদিকতা-আইন পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

জুলাই সনদের খসড়া প্রণয়নে দ্বিতীয় দফার নবম দিনের আলোচনা: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ৩০টি রাজনৈতিক দলের অংশগ্রহণ

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফার নবম দিনের মত আজ (বৃহস্পতিবার) দেশের ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল ১১টায় এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তার সঙ্গে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সফর রাজ হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, প্রশাসন বিশেষজ্ঞ ড. মো. আইয়ুব মিয়া এবং কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আজকের আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি। সব মিলিয়ে প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিশন সূত্রে জানা গেছে, পূর্ববর্তী বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় রয়ে গিয়েছিল তা নিয়ে আজ অধিকতর আলোচনা হয়েছে। এছাড়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা এবং জরুরি অবস্থা ঘোষণার নীতিগত কাঠামো নিয়েও গভীর আলোচনা হয়।

বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন,
“আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্যদের কি পরিমাণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এ পর্যায়ে এসেছি সেটা আমাদের প্রত্যেকেরই স্মরণ রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগই যেন হয় আমাদের দিক নির্দেশক।”

তিনি আরও বলেন,
“৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। অনেক অন্যায়-অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে এ সুযোগটা আমরা পেয়েছি, এ সুযোগ হেলায় হারানো যাবে না।”

উল্লেখ্য, গতকাল বুধবার অনুষ্ঠিত অষ্টম বৈঠকে ড. আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, আলোচনার ইতিবাচক গতি অব্যাহত থাকলে জুলাই মাসের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহেই ‘জুলাই সনদ’ ঘোষণা সম্ভব হবে।

রাষ্ট্র সংস্কার ও ন্যায়ের ভিত্তিতে নতুন রাজনৈতিক কাঠামো গঠনের এই উদ্যোগ এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনা এবং পরবর্তী সনদ প্রণয়ন আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য একটি ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com