বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে চট্টগ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত চীনে এআই চালিত রোবট উন্মোচন, গৃহস্থালির কাজেও দক্ষ বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি, বাংলাদেশ কোন অবস্থানে? রূপগঞ্জে মার্কেটে আগুনে ১৯ দোকান পুড়ে ছাই হামজাকে নিয়েই ভারত ম্যাচের দল ঘোষণা বাংলাদেশের ঈশ্বরদীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ খিলগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সাংবাদিকদের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা: কাদের গনি চৌধুরী আড়াইহাজারে এক রাতে ৩ ডাকাতি

লেবাননকে অবশ্যই ইসরাইলি প্রত্যাহার নিশ্চিত করতে হবে: হিজবুল্লাহ প্রধান

আর্ন্তজাতিক ডেক্স:

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম রোববার বলেছেন, যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ইসরাইল দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটনের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র ইসরাইলের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর জেরুজালেম থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রতি হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানালে সাম্প্রতিক পরিস্থিতির সৃষ্টি হয়।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, ইসরাইলি বাহিনী দক্ষিণ সীমান্তবর্তী শহর হুলাতে বাসিন্দাদের প্রবেশ পথে গুলি চালালে এক নারী নিহত হয়।

ইরানি ফ্লাইট বন্ধ করার সরকারের সিদ্ধান্তের পর এই সপ্তাহে বৈরুতে ইরানি বিমান অবতরণে বাধা দিলে লেবাননে বিক্ষোভ শুরু হয় এবং হিজবুল্লাহ সমর্থকদের সহিংস বিক্ষোভে বৈরুত বিমানবন্দরের কাছে জাতিসংঘের একটি কনভয় আক্রমণের ঘটনায় দুই শান্তিরক্ষী আহত হন।

এনএনএ রোববার পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় তিনটি ইসরাইলি বিমান হামলার খবর ও জানায়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননে রকেট লঞ্চারসহ অস্ত্র মজুদকারী হিজবুল্লাহ সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, তবে কোথায় তা নির্দিষ্ট করে বলেনি।

হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি ইসরাইলকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে, এর কোনও অজুহাত নেই।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলকে প্রত্যাহার করতে বাধ্য করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো লেবানন রাষ্ট্রের দায়িত্ব।’

দুই মাসের সর্বাত্মক যুদ্ধসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা বৈরিতার পর ২৭ নভেম্বর থেকে ইসরাইল এবং ইরান-সমর্থিত গোষ্ঠীটির মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে উভয় পক্ষই পরস্পরের প্রতি এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ বিবৃতিতে, শীর্ষ মার্কিন কূটনীতিক রুবিও বলেন, ‘লেবাননের ক্ষেত্রে আমাদের সামঞ্জস্যপূর্ণ লক্ষ্যগুলো একটি শক্তিশালী লেবানন রাষ্ট্র হিজবুল্লাহকে মোকাবেলা করতে এবং নিরস্ত্র করতে পারে।’

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি ‘কার্যকর’ করার জন্য ইসরাইল যা করতে হবে তা করবে। তিনি বলেন, ‘হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ইসরাইল চাইবে যে লেবাননের সেনাবাহিনী সেই কাজটি করুক। তবে, ইসরাইল যুদ্ধবিরতির বোঝাপড়া বাস্তবায়ন এবং আমাদের নিরাপত্তা রক্ষার জন্য যা করতে হবে তা করার ব্যাপারে কারো সন্দেহ থাকা উচিত নয়।’

যুদ্ধের ফলে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। ইসরাইলি হামলায় বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার এবং এমনকি এর দীর্ঘকালীন প্রধান হাসান নাসরুল্লাহও নিহত হন।

কাসেম আগামী রোববার নাসরুল্লাহর স্মরণ সভায় ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।

কাসেম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানানো হয়েছে, ‘ইরানি বিমান অবতরণ করলে ইসরাইল বৈরুত বিমানবন্দরের রানওয়েতে হামলা চালাবে।’ হিজবুল্লাহ প্রধান বলেন, লেবাননকে অবশ্যই ইসরাইলি প্রত্যাহার নিশ্চিত করতে হবে।

ইসরাইলি সেনাবাহিনী এই সপ্তাহে সতর্ক করেছে, ইরানের কুদস ফোর্স এবং হিজবুল্লাহ লেবানিজ গোষ্ঠীকে পুনরায় অস্ত্র দেওয়ার জন্য অর্থ পাচারের লক্ষ্যে বেসামরিক বিমান ব্যবহার করছে।

ইসরাইল এর আগে হিজবুল্লাহকে ইরানি অস্ত্র পরিবহনের জন্য বৈরুতের বিমানবন্দর ব্যবহার করার অভিযোগ করেছে। তবে এই অভিযোগ গোষ্ঠিটি এবং লেবাননের কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com