বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
গোদাগাড়ীতে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ভ্যানচালক তুষারকে আটক করেছে র্যাব-৫।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ভ্যানচালক তুষারকে গোদাগাড়ী উপজেলার গোপালপুরের একটি মিষ্টির দোকানের সামনে থেকে আটক করে।
আটককৃত হলেন, গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের মৃত একরামুলের ছেলে তুষার।
জানা যায়, গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ী হেলিপ্যাড মাঠের একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ কথা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। সেখান থেকে ফেরার পরে শিশুটি তার বাবাকে কথাগুলো জানালে। পরে পরিবারের লোকজন থানায় একটি মামলা দায়ের করে।