সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বরখাস্ত হয়েও প্রতারণার ফাঁদ কনস্টেবল শামীমের সীতাকুণ্ড থানায় আটক ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ কক্সবাজার-জেলা-বইমেলা-৯ জানুয়ারী থেকে শুরু হচ্ছে: ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু ইসি নতুন অনুপ্রবেশ করা ৫০-৬০ হাজার রোহিঙ্গারা মানবিক সমস্যায় পরে এসেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা মাতামুহুরী নদীতে গোসলে নেমে নারী শিক্ষার্থী নিখোঁজ সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের: সিইসি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহৃত, উদ্ধারে চলছে যৌথ অভিযান চা খাওয়ানোর কথা বলে শিশুকে অপহরণ, রোহিঙ্গা কিশোর গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত ট্রাফিক আইন’না মানায় ঘটছে দুর্ঘটনা ‘আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

লোহাগাড়ায় পিকনিকের বাসের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।

প্রায় প্রতিদিনই এ সড়কের কোথাও না কোথাও ঝরছে প্রাণ। পুলিশ বলছে, প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক ও নেশাগ্রস্ত চালক এবং ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে এ সড়কে একের পর এক ঘটছে দুর্ঘটনা।

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।দুর্ঘটনায় আহতরা হলেন, বাস চালক লালন (৪৫), ট্রাক চালক সানোয়ার (৩৫), পর্যটক যাত্রী জয়েন উদ্দিন (৭০), মমতাজ হোসেন (৫৫), সাবিনা খাতুন (৩০), খোরশেদ আলম (৫০), আমিনুল (৩৫) ও আবদুল লতিফ (৫০)।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী পিকনিকের বাসের সাথে বিপরীতমুখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ ৮ জন আহত হয়েছেন।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত বাস চালককে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে গেছে উভয় গাড়ির সম্মুখভাগ।

মুখোমুখি সংঘর্ষে বাসটি ঘুরে যাওয়ায় পুরো মহাসড়ক ব্লক হয়ে যায়; ফলে মহাসড়কে যানবাহন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। বাসের যাত্রী পর্যটক রফিকুল ইসলাম জানান, নওগাঁ শিক্ষক–কর্মচারীর সদস্যরা বাসটি ভাড়া করে কঙবাজারে পিকনিকে আসেন। বৃহস্পতিবার তারা কঙবাজার পৌঁছান।

পরদিন নিজেদের গন্তব্যে পৌঁছার জন্য রওয়া দেন। এ সময় চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথায় পৌঁছলে তাদের বাসের সাথে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। মহাসড়কে আড়াআড়ি অবস্থায় থাকা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হবে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com