বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

বরখাস্ত হয়েও প্রতারণার ফাঁদ কনস্টেবল শামীমের সীতাকুণ্ড থানায় আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বান্দরবান জেলা পুলিশে কর্মরত অবস্থায় অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত হন পুলিশ কনস্টেবল শামীম। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। কিন্তু প্রতারণা ছাড়েননি তিনি। গায়ে পুলিশের জ্যাকেট পরেই করে চলেছেন প্রতারণা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে এমনিভাবেই চট্টগ্রামের সীতাকুণ্ডের

মাদামবিবিরহাট এলাকায় এক ‘নগদ’ পরিবেশকের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা বিভিন্ন নম্বরে পাঠানোর পর দোকানিকে সেই টাকা পরিশোধ না করে পালিয়ে যাবার সময় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক পুলিশ কনস্টেবল মো. শামীম ভূঁইয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পুলিশের জ্যাকেট গায়ে দিয়ে উপজেলার মাদামবিবিরহাটের এক নগদ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে প্রবেশ করেন শামীম ভূঁইয়া নামক এক ব্যক্তি।

তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে কয়েকটি পৃথক নম্বরে মোট ১ লাখ ২৫ হাজার টাকা প্রেরণ করার জন্য দোকানিতে বলেন। দোকানিও সেসব নম্বরে টাকা পাঠান। এরপরেই শামীম দোকানিকে বলেন যে তার টাকা আছে গাড়িতে। গাড়ি থেকে টাকা এনে দিচ্ছেন বলে পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় দোকানি তাকে আটক করে থানায় খবর দেন।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পরে জানা যায় সে বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বরত অবস্থায় সম্প্রতি তাকে অনিয়মের কারণে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর প্রতারণা বুঝতে পেরে যেসব নম্বরে টাকা পাঠানো হয়েছিলো সেসব নম্বরে যোগাযোগ করে পাঠানো টাকার মধ্যে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা পুনরায় ফিরিয়ে এনেছেন পরিবেশক। কিন্তু পুলিশ ঐ সদস্যকে আটক ও তার গাড়িটিও জব্দ করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আটক ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com