সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সৈকতে পর্যটকের ঢল,হোটেল-মোটেলে ঠাঁই নেই চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা ছাত্র আন্দোলনে হামলা : লোহাগাড়ায় মামলার আসামি গ্রেফতার দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৭ ব্যারেল চোরাই ডিজেল তৈল সহ গ্রেপ্তার ২ পূর্বকোণ-পত্রিকার সহ-সম্পাদক ও শিক্ষার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান’কে গ্রেপ্তার করেছে”র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর আভিযানিক দল চট্টগ্রাম-কক্সবাজার- মহাসড়কে অপ্রতিরোধ্য মৃত্যুর মিছিল”নিয়ন্ত্রণ হারিয়েএক’মোটরসাইকেল চালক নিহত চন্দনাইশে যাত্রীবাহী বাস থেকে দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার গ্রেপ্তার ২ চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ প্যানেল চেয়ারম্যান হাবিবের বিরুদ্ধে

চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত কলেজ শিক্ষার্থী মৃত্যু

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত আইয়ুব উদ্দিন (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পিটিয়ে আহত করার ১৬ দিন পর আজ শনিবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থী মারা যান।
আইয়ুব উদ্দিন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার আনোয়ার হোসেনের পুত্র। সে ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করে।স্থানীয় লোকজন জানায়- গত ২২ নভেম্বর রাত আটটার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমদের ছেলে মো. ওয়াহিদ ফোন করে আইয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে দ্বীপকূল এলাকায় ডেকে নিয়ে যায়।এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনিরের নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আইয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব মারা যায়।মারা যাওয়া কলেজ শিক্ষার্থী আইয়ুবের বাবা আনোয়ার হোসেন ছেলের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে পড়াশোনার পাশাপাশি ক্ষেত-খামারে কাজ করে পরিবারের খরচ মেটাতো। তার মৃত্যুতে আমরা নিঃস্ব হয়ে গেলাম। কারণ সে ছিল পরিবারের একমাত্র হাল ধরার। এখন আমরা কোথায় যাবো।চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় ঘটনায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেনি। নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com