শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও ডাম্পার ট্রাকের (মিনিট্রাক) মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস জানান, সকালে পেকুয়া সদর ইউনিয়নের হাজীপাড়া গ্যারেজ এলাকায় পেকুয়া উপজেলা সদরমুখি একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু এবং একজন আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে বলে জানান তিনি।