সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় লোহাগাড়ায় একজন সাংবাদিক ও একজন শিক্ষার্থীর ওপর হামলা করেছে ইউপি সদস্য ও তার সহযোগীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নে পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম (২৮) ও আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শহিদ (২৫)।
এর মধ্যে শহিদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অভিযুক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম বলেন, ‘কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিব বিচারপ্রার্থী সাত্তার নামের এক লোককে মারধর করে।
সেখানে সম্ভবত বিচারপ্রার্থী দুই-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার বিষয়ে আমি অবগত ছিলাম না। আমরা দুটি মোটরসাইকেল করে চারজন লোহাগাড়া উপজেলায় যাচ্ছি। পথে ইউনিয়ন পরিষদের পাশে মসজিদে জোহরের নামাজ আদায় করি।
নামাজ শেষে বের হওয়ার সময় প্যানেল চেয়ারম্যান হাবিবের নেতৃত্বে সিএনজি অটোরিকশা তিন থেকে চারটি ও মোটরসাইকেল ১২ থেকে ১৫টি নিয়ে আমাদের ওপর হামলা করা হয়।’মাসুম বলেন, ‘আমি অপরাধ করিনি, যার কারণে আমি দাঁড়িয়ে ছিলাম। যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তারা পালিয়ে গেছে।
আমি আর শহিদ দাড়িঁয়ে ছিলাম, তারা আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।’লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ‘যিনি চিকিৎসা দিয়েছেন, তিনি বিস্তারিত জানাতে পারবেন। আমি যতটুকু খবর নিয়ে জেনেছি, আহত মাসুমের নাকে আঘাত আছে। আঘাতপ্রাপ্ত আরেকজন কয়েকবার বমি করেছেন।
বুকে একটু আঘাত আছে। বমি করেছে যার কারণে সিটি স্ক্যান করতে বলা হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট পেলে ফাইনাল বলা যাবে।’লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সেখানে স্থানীয় বিচার নিয়ে দুই-পক্ষের কথা কাটাকাটি জেরে হামলা করা হয়েছে।
সেখানে সাংবাদিক মাসুমসহ কয়েকজন আহত হয়েছে। থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।’হামলার বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবের সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
এদিকে দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম। ফোরামের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি এস এম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এক বিবৃতিতে মাসুমের ওপর হামলার ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।