মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত আইয়ুব উদ্দিন (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পিটিয়ে আহত করার ১৬ দিন পর আজ শনিবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থী মারা যান।
আইয়ুব উদ্দিন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার আনোয়ার হোসেনের পুত্র। সে ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করে।স্থানীয় লোকজন জানায়- গত ২২ নভেম্বর রাত আটটার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমদের ছেলে মো. ওয়াহিদ ফোন করে আইয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে দ্বীপকূল এলাকায় ডেকে নিয়ে যায়।এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনিরের নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আইয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব মারা যায়।মারা যাওয়া কলেজ শিক্ষার্থী আইয়ুবের বাবা আনোয়ার হোসেন ছেলের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে পড়াশোনার পাশাপাশি ক্ষেত-খামারে কাজ করে পরিবারের খরচ মেটাতো। তার মৃত্যুতে আমরা নিঃস্ব হয়ে গেলাম। কারণ সে ছিল পরিবারের একমাত্র হাল ধরার। এখন আমরা কোথায় যাবো।চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় ঘটনায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেনি। নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF